Skip to content

বেড়ায় নৌকার নির্বাচনী ক্যাম্পে বিস্ফোরণ, আহত ২

    পাবনার বেড়া উপজেলার চাকলা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন দুজন। গতকাল শনিবার রাত সাড়ে নয়টার দিকে চাকলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পাঁচুরিয়া বাজারের দাখিল মাদ্রাসাসংলগ্ন নির্বাচনী ক্যাম্পে এ ঘটনা ঘটে।

    আহত দুজন হলেন পাঁচুরিয়া গ্রামের আমোদ আলী (৩০) ও সীমান্ত হোসেন (২৫)। আহত দুজনকে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তাঁরা দুজনই আওয়ামী লীগ প্রার্থীর সমর্থক।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কালীবাজার এলাকা থেকে চারটি মোটরসাইকেলে আট থেকে নয়জন মুখোশধারী গতকাল রাত সাড়ে নয়টার দিকে পাঁচুরিয়া বাজারে আসে। এ সময় হঠাৎ করেই তারা আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ইদ্রিস সরদারের ঘোড়া মার্কার পক্ষে স্লোগান দিয়ে পাঁচুরিয়া বাজারের পাশে দাখিল মাদ্রাসাসংলগ্ন নৌকার নির্বাচনী ক্যাম্প লক্ষ্য করে ককটেলসদৃশ চারটি বস্তু নিক্ষেপ করে। এগুলোর মধ্যে একটির বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের বিকট শব্দে নৌকার সমর্থকেরা পালিয়ে যান। পরে হামলাকারীরা দ্রুত মোটরসাইকেল চালিয়ে কৈটোলা ইউনিয়নের দিকে চলে যায়।

    Also Check :  ই-সিমের সকল তথ্য

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    x