‘পুলিশের কাছে দেশের সবকিছু ন্যস্ত। দেশের আইনশৃঙ্খলা যদি ঠিক না থাকে, তাহলে দেশের কোনো উন্নয়ন কোনো কাজে দেবে না। এটা আমরা বারবার বলে আসছি এবং আমরা বিশ্বাস করি। এই লক্ষ্যে ২০৪১ সালের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য একটি যুগোপযোগী পুলিশ বাহিনী গঠন করার কাজ হচ্ছে।’
নতুন নিয়োগপ্রাপ্ত তিন হাজার ‘ট্রেইনি রিক্রুট কনস্টেবল-২০২১’ ব্যাচের মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে রাজশাহীর চারঘাটের সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে আজ রোববার দুপুরে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই কনস্টেবলদের নিয়োগ সম্পূর্ণ পরিবর্তিত পদ্ধতির মধ্যে দিয়ে স্বচ্ছ, আধুনিক ও যুগোপযোগী প্রক্রিয়ায় দেওয়া হয়েছে। তারা হচ্ছে ‘বেস্ট অব দ্য বেস্ট।’বিজ্ঞাপন
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আমরা সব সময় গর্ব করে বলে থাকি, আমরা আমাদের পুলিশকে অবশ্যই বিশ্বমানের পুলিশের কাছাকাছি নিয়ে আসছি। আমরা ভবিষ্যতে আমাদের পুলিশকে নিয়ে গর্ব করতে পারব। আমরা এই স্বপ্ন দেখি। আমরা অনুন্নত ও উন্নয়নশীল পর্যায় পার করে এসেছি। ২০৪১ সালে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে।
তার জন্য একটি দক্ষ পুলিশ বাহিনীর প্রয়োজন। পুলিশের চাকরি, চাকরি নয়, সেবা—এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী চেয়েছিলেন একটি সেবাধর্মী পুলিশ গঠন করতে। সেই স্লোগান বাস্তবায়নে তিন হাজার পুলিশ কনস্টেবলকে পরিবর্তিত আধুনিক ও স্বচ্ছ পদ্ধতিতে নিয়োগ দেওয়া হয়েছে। জাতির শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু চেয়েছিলেন পুলিশ হবে জনগণের পুলিশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও একটি সেবাধর্মী পুলিশ বাহিনী গঠনে অঙ্গীকারবদ্ধ।