Skip to content

২০২১ সালে ৪৫ সাংবাদিক নিহত হয়েছেন

    ২০২১ সালে বিশ্বজুড়ে ৪৫ জন সাংবাদিক নিহত হয়েছেন। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্ট (আইএফজে) নামে সাংবাদিকদের একটি আন্তর্জাতিক এ হিসাব দিয়েছে। আইএফজে বলছে, তারা সাংবাদিক নিহত হওয়ার হিসাব রাখা শুরুর পর এ বছরে সবচেয়ে কম সাংবাদিক নিহত হয়েছেন। খবর আল-জাজিরার।

    আফগানিস্তানে সর্বোচ্চ ৯ জন সাংবাদিক নিহত হয়েছেন। এরপর মেক্সিকোতে ৮, ভারতে ৪ ও পাকিস্তান ৩ জন সাংবাদিক নিহত হন। গত শুক্রবার একটি বিবৃতি দিয়ে আইএফজে বলেছে, সাংবাদিক নিহত হওয়ার সংখ্যা হ্রাস স্বাগত জানানোর খবর হলেও সাংবাদিকদের ওপর সহিংসতা তেমন কমেনি।বিজ্ঞাপন

    দুই সপ্তাহ আগে ৪৬ জন সাংবাদিক নিহত হওয়ার কথা জানিয়েছিল রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ), ১৯৯৫ সালের পর যা এক বছরে সবচেয়ে কম। আঞ্চলিক হিসাবে গত বছর এশিয়া প্যাসিফিকে সর্বোচ্চ ২০ জন সাংবাদিক নিহত হয়েছেন। দুই আমেরিকা যৌথভাবে দ্বিতীয়। আটজন নিয়ে তৃতীয় আফ্রিকা।

    এ ছাড়া গত বছর ইউরোপে ছয়জন সাংবাদিক নিহত হয়েছেন। এদিকে মধ্যপ্রাচ্য ও আর দেশগুলোতে একজন নিহত হয়েছেন, গোটা বিশ্বে যা সবচেয়ে কম।

    আইএফজে বলছে, লড়াই বা যুদ্ধক্ষেত্রে গিয়ে কাজ করা সাংবাদিকের সংখ্যা কমে যাওয়ায় সাম্প্রতিক বছরে সশস্ত্র সংঘাতে সাংবাদিক নিহত হওয়ার ঝুঁকি কমেছে।

    আইএফজের মহাসচিব অ্যান্থনি বেলাঞ্জার সাংবাদিক হত্যায় দায়ীদের বিচার নিশ্চিতে সাংবাদিকদের সুরক্ষায় জাতিসংঘের একটি কনভেনশনের প্রতি সংস্থাটির সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।

    Also Check :  Ban BTS in Bangladesh

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    x