বিপিএল বাদ দিলে জাতীয় দলের তারকা ক্রিকেটারদের ঢাকার বাইরে গিয়ে ঘরোয়া ক্রিকেট খেলাটা এখন বিচ্ছিন্ন ঘটনাই হয়ে দাঁড়িয়েছে। কালেভদ্রে কেউ কেউ হয়তো জাতীয় লিগ বা বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) এক–দুটি ম্যাচ খেলেন, সেটিকে ব্যতিক্রমই বলতে হয়।
সেদিক দিয়ে সিলেটের দর্শকেরা নিজেদের ভাগ্যবান ভাবতে পারেন। ৯ জানুয়ারি থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠেয় ৫০ ওভারের বিসিএলে খেলবেন জাতীয় দলের চার তারকা ক্রিকেটার সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ এবং মোস্তাফিজুর রহমান।বিজ্ঞাপন
এর মধ্যে তিনজন অবশ্য খেলোয়াড় তালিকায় আগে থেকেই আছেন। খেলোয়াড় ড্রাফট থেকে জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালকে নেয় ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল। বিসিবি উত্তরাঞ্চলে আছেন জাতীয় দলের টি–টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ। বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে নিয়েছে বিসিবি দক্ষিণাঞ্চল। আর সাকিব আল হাসানকে ড্রাফটের পর দলভুক্ত করেছে ওয়ালটন মধ্যাঞ্চল। এ টুর্নামেন্টে খেলার জন্য ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার কথা সাকিবের।