Skip to content

জোহানেসবার্গে খেলছেন না কেন কোহলি

    জোহানেসবার্গ টেস্ট দেখার জন্য আজ যাঁরা টিভি ছেড়েছেন, একটু হলেও চমকে গিয়েছিলেন। ম্যাচের আগে সারি বেঁধে জাতীয় সংগীত গাওয়ার জন্য যশপ্রীত বুমরা, রবিচন্দ্রন অশ্বিন কিংবা চেতেশ্বর পূজারাদের দেখা গেলেও ছিলেন না দলের সবচেয়ে বড় তারকা, ভারতের অধিনায়ক বিরাট কোহলি। পরে জানা গেল, একাদশেই নেই তিনি।

    পিঠের চোটের কারণে জোহানেসবার্গে খেলা হচ্ছে না কোহলির। কোহলির জায়গায় এই টেস্টে ভারতকে নেতৃত্ব দেবেন ওপেনার লোকেশ রাহুল। সহ–অধিনায়ক হিসেবে থাকবেন পেসার যশপ্রীত বুমরা। অধিনায়ক হিসেবে নেমে শুরুটা বেশ ভালোই হয়েছে রাহুলের। টস জিতেছেন তিনি। টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। কোহলির জায়গায় একাদশে শেষ মুহূর্তে সুযোগ পেয়েছেন মিডল অর্ডার ব্যাটসম্যান হনুমা বিহারি।

    আগের টেস্টের একাদশের সঙ্গে এই টেস্টের একাদশে পার্থক্য এই একটাই। ওদিকে একাদশে দুটি পরিবর্তন এনেছে দক্ষিণ আফ্রিকা। গত টেস্টের পর অবসর নেওয়া কুইন্টন ডি ককের জায়গায় সুযোগ পেয়েছেন উইকেটকিপার কাইল ভেরেইন, পেসার উইয়ান মুলদারের জায়গায় নেমেছেন ডুয়ান অলিভার।

    Also Check :  নাম দেখে নয়, বল দেখে খেলেছেন মাহমুদুল

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    x