Skip to content

এই সময়ের তরুণেরা কী পরছেন

    লেয়ার আপ যে কারও ব্যক্তিগত স্টাইলকে আরও বেশি নান্দনিক করে তুলতে পারে।
    তরুণদের পছন্দের তালিকায় রয়েছে টারটেল নেক টি-শার্ট এবং হাইনেক সোয়েটার। রেট্রো ফ্যাশনের জনপ্রিয়তায় চলতি ধারায় যোগ হয়েছে পোশাক দুটি। মূলত নব্বই দশকের দিকে অভিজাত পোশাকের তালিকায় ছিল এগুলো। এটি সাধারণ ফুলহাতা, যা গলা ঢেকে রাখতেও সহায়তা করে। আর এই বৈশিষ্ট্যের কারণেই স্টাইল স্টেটমেন্টের উপস্থিতি ভিন্নতা যোগ করে। সুতরাং এই শীতে যেকোনো ধরনের জ্যাকেট কিংবা ব্লেজারের সঙ্গে পোশাকগুলো জুটি বাঁধতে পারে। এভাবে সাধারণ পোশাকেও নিজেকে অনন্য রূপে তুলে ধরা যাবে।বিজ্ঞাপন

    বুট কিংবা হাইটপ স্নিকারস বা কনভার্সকে এখন বলা হয় শীতের আইকনিক স্টাইল। বাহ্যিক অর্থে জুতা মানুষের পারিপাট্যের পরিচয় বহন করে। এই শীতে এ ধরনের জুতাই আপনাকে দিতে পারে সঠিক উইন্টার লুক। বুটের রয়েছে রকমভেদ। যেমন মিলিটারি বুট, অক্সফোর্ড বুট, চেলসি বুট, ডাবল হাইটপ বুট, হাইকিং বুট ইত্যাদি। কোন বুটটি কখন পরবেন, নির্ভর করে পোশাক এবং উপলক্ষের ওপর।

    Also Check :  Thirteen black fireflies ( তেরোটি কালো জোনাকি ) Books By Rj Russell Bhoot.com | bhoot.com Special Books

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    x