শীতের রোদ দেয় উষ্ণতা। কিন্তু শীতের রোদে ত্বকের ভীষণ ক্ষতিও হয়। সে ক্ষেত্রে সমাধান হতে পারে ট্র্যাকস্যুট। পুরোটা বন্ধ থাকে বলে রোদের ক্ষতি থেকে আপনি অনেকটাই বেঁচে যাবেন। ট্র্যাকস্যুট যেহেতু শরীরের তাপমাত্রা ধরে রাখে, তাই বাইরের ঠান্ডা ত্বকের ক্ষতি করতে পারে না। বিশেষ করে বাইরের ঠান্ডা বাতাস ত্বকের ময়েশ্চারাইজারের পরিমাণ কমিয়ে ফেলে। তাই এ শীতের ট্র্যাকস্যুট হতে পারে আপনার প্রথম পছন্দ। আরাম আর ফ্যাশন দুটিই হবে। ১৯৮০ ও ২০০০ সালের দিকে খেলোয়াড় ও চলচ্চিত্র তারকাদের কাছে ট্র্যাকস্যুট বেশ জনপ্রিয় ছিল। ২০২২ সালে এ পোশাক আবার ফিরে এসেছে। ট্র্যাকস্যুটের দুটি অংশ। সোয়েটশার্ট আর ট্রাউজার। এই দুইয়ের ভিন্নতায় তৈরি হয়েছে নানা ধরনের ট্র্যাকস্যুট। চিনে নেওয়া যাক এ রকমই কয়েকটা রকমফের।