অনুভূতি জানিয়ে নিবিড় বললেন, ‘এত বড়, পুরোনো আর আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একটি ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হতে পেরে অবশ্যই খুব ভালো লাগছে। বাংলাদেশি পণ্যদূত বেছে নিতে বুলগারি বাংলাদেশি এক এজেন্সির সঙ্গে যোগাোযোগ করেছিল। ওই এজেন্সি বাংলাদেশের বেশ কজন টপ মডেলের পোর্টফোলিও পাঠিয়েছিল। বুলগারি আমাকেই পছন্দ করে। মনে হয়, তাদের যে অন্যতম প্রধান মডেল, কানাডীয় নিক বেটম্যান, তাঁর সঙ্গে আমার লুকের খানিকটা মিল আছে, এ কারণেই আমাকে বেছে নিয়েছে। তবে যে কারণেই হোক, আমাকে নিয়েছে, এটাই বড় কথা। আমি খুবই আনন্দিত, সম্মানিত।’
পেশাদার মডেল হিসেবে নিবিড়ের ক্যারিয়ার প্রায় ১০ বছরের। বাংলাদেশের প্রথম সারির প্রায় সব ব্র্যান্ডের সঙ্গেই কাজ করেছেন। দীর্ঘ সময় কাজ করেছেন ভারতের মুম্বাইয়ে। আমাজন ইন্ডিয়া, রেমন্ড, স্পাইকার ছাড়াও অসংখ্য ভারতীয় ব্র্যান্ডের পণ্যের মুখ হিসেবে দেখা গেছে তাঁকে। সম্প্রতি বুলগারির সঙ্গে এই চুক্তি নিবিড়ের মডেলিং ক্যারিয়ারের সবচেয়ে মূল্যবান পালকগুলোর অন্যতম।