Skip to content

নতুন বছরে সাজান অন্দর

    বছরের প্রথম দিন আজ। নতুন বছরে সবকিছুই নতুনভাবে দেখতে কার না ভালো লাগে! আর সেটা ঘরের সাজসজ্জা হলে তো কথাই নেই। বছরজুড়ে আমাদের ঘরেই থাকতে হয়েছে বেশি। ঘরের অন্দরের নকশা যেকোনো সময়ের চেয়ে এখন বেশি গুরুত্ব বহন করছে। কেননা অন্দরসজ্জা আমাদের মানসিক স্বাস্থ্যের ওপর কতখানি প্রভাব ফেলে, তা নিয়ে দুই বছরজুড়ে চলেছে রীতিমতো গবেষণা। আর সেই গবেষণায় বিশেষজ্ঞরা মত জানিয়েছেন যে অন্দর মনকে অনেকখানি প্রভাবিত করে। ঘরের সাজসজ্জা মনে আনে ইতিবাচক কিংবা নেতিবাচক চিন্তা। তাই নতুন বছরে ঘরে একটু প্রশান্তি আনতে অদলবদল করে ফেলুন ঘরের অন্দর।

    Also Check :  জন্ম নিবন্ধন আবেদন 2022 | নতুন জন্ম নিবন্ধন আবেদন ২০২২

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    x