তিন বছর পরে বাংলাদেশ ছাত্রলীগের জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী এক বছরের জন্য ইব্রাহিম ফরাজীকে সভাপতি এবং আকতার হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।বিজ্ঞাপন
শনিবার ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য ছাত্রলীগের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার এ আংশিক কমিটি অনুমোদন দিয়েছেন।
কমিটিতে মহিউদ্দিন অনিসহ ১৯ জন সহসভাপতি, অঞ্জন চৌধুরীসহ সাতজন যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন। রিফাত সাঈদসহ সাতজনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
এদিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের শীর্ষ পদপ্রত্যাশী ১০ প্রার্থীকে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদে অন্তর্ভুক্ত করা হয়েছে।
গত ২০১৯ সালের ১৯ ফেব্রুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় কমিটি বিলুপ্ত ঘোষণা করে ছাত্রলীগের তৎকালীন কেন্দ্রীয় নির্বাহী সংসদ।
কমিটি বিলুপ্ত করার প্রায় ছয় মাস পরে ২৯ জুলাই নতুন কমিটি গঠনের জন্য সম্মেলন অনুষ্ঠিত হয়। তবে এরপর আর কমিটি ঘোষণা করা হয়নি।