Skip to content

খুলে গেল ন্যাশনাল ব্যাংকের ঋণের তালা

    ন্যাশনাল ব্যাংক লিমিটেডের (এনবিএল) ঋণের তালা বাংলাদেশ ব্যাংক খুলে দিয়েছে। পাশাপাশি ব্যাংকটিকে একজন গ্রাহককে ঋণ প্রদানের যে সীমা নির্ধারণ করে দিয়েছিল, সেটিও তুলে নিয়েছে। ফলে ব্যাংকটি এখন সব ধরনের ব্যাংকিং কার্যক্রম শুরু করতে পারবে। পাশাপাশি গ্রাহককে ইচ্ছামতো বড় অঙ্কের ঋণও দিতে পারবে। কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্তের কথা জানিয়ে গত বৃহস্পতিবার ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) চিঠি দিয়েছে।

    জানতে চাইলে ন্যাশনাল ব্যাংকের এমডি মেহমুদ হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমরা কেবল ঋণ দেওয়ার অনুমতি পেয়েছি। এ জন্য খুব সতর্কতার সঙ্গে ছোট অঙ্কের ঋণ দেওয়ার পরিকল্পনা করছি।’বিজ্ঞাপন

    বেনামি ঋণ ঠেকাতে গত বছরের ৩ মে ন্যাশনাল ব্যাংকের ঋণ বিতরণ বন্ধ করে দেয় বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি সব মিলিয়ে ছয় ধরনের শর্ত আরোপ করে। ফলে আমানত সংগ্রহ, ঋণ আদায় ছাড়া ব্যাংকটির আর কোনো কার্যক্রম ছিল না। ফলে আট মাস ধরে ব্যাংকটি বিভিন্ন আমানত পণ্য চালু করে। এতে উল্লেখযোগ্য পরিমাণ আমানত পায়। ফলে ব্যাংকটিতে ঋণ ও আমানতের অনুপাতে উন্নতি ঘটে। এর পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংক নিষেধাজ্ঞা তুলে নেয়। অবশ্য নিষেধাজ্ঞা তুলে নিতে কেন্দ্রীয় ব্যাংকের ওপর ব্যাংকটির বিভিন্ন গ্রাহকের পক্ষ থেকে চাপ ছিল বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

    এনবিএলের এমডিকে পাঠানো কেন্দ্রীয় ব্যাংকের চিঠিতে বলা হয়, ঋণ ও আমানতের অনুপাত ৮৭ শতাংশে না আসা পর্যন্ত কোনো ঋণ দেওয়া যাবে না বলে সিদ্ধান্ত ছিল। সেই বিধিনিষেধ রহিত করা হলো। পাশাপাশি বড় অঙ্কের ঋণ ও একক গ্রাহকের ঋণসীমাও নতুন করে নির্ধারণ করা হয়েছিল। সেটিও তুলে দেওয়া হয়েছে

    Also Check :  GP launches eSIM in Bangladesh | eSIM GP | eSIM By Grameenphone Bangladesh

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    x