Skip to content

কেন্দুয়ায় বিদ্রোহী প্রার্থী হওয়ায় ১৫ জনকে সাময়িক বহিষ্কার

    পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হওয়ায় নেত্রকোনার কেন্দুয়ায় ১৫ জনকে দলীয় পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। আজ রোববার দুপুরে কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুল হক ভূঁইয়া এসব তথ্য জানিয়েছেন।

    আসাদুল হক ভূঁইয়া প্রথম আলোকে বলেন, দলের সিদ্ধান্ত না মেনে কেন্দুয়ার ৯টি ইউনিয়নে ১৫ জন নেতা বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচনে লড়ছেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁদের সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।বিজ্ঞাপন

    কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কাদির ভূঁইয়া বলেন, সাময়িকভাবে বহিষ্কার করা ওই নেতাদের নির্বাচনে অংশ না নিয়ে দলীয় প্রার্থীর হয়ে কাজ করতে অনুরোধ করা হয়েছিল। কিন্তু আওয়ামী লীগের সভাপতি ও দলীয় মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত না মেনে তাঁরা সরাসরি নির্বাচনে প্রার্থী হয়েছেন। তাঁদের স্থায়ী বহিষ্কারের জন্য জেলা কমিটির মাধ্যমে কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছে পাঠানো হয়েছে।

    বহিষ্কার হওয়া প্রার্থীদের মধ্যে কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু তাহের বলেন, বহিষ্কারের বিষয় নিয়ে তিনি বিচলিত নন। আশা করছেন ভোটাররা তাঁকে ভালোবেসে ভোট দেবেন।

    Also Check :  তিন বছর পরে জবি ছাত্রলীগের নতুন কমিটি

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    x