Skip to content

ফ্রান্সে করোনা শনাক্ত কোটি ছাড়াল

    বিশ্বের ষষ্ঠ দেশ হিসেবে ফ্রান্সে এক কোটির বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

    গতকাল শনিবার দেশটির সরকারের পক্ষ থেকে এ-সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়। সরকারি তথ্য অনুসারে, মহামারি শুরুর পর থেকে এখন পর্যন্ত ফ্রান্সে শনাক্ত হওয়া করোনা রোগীর সংখ্যা কোটি ছাড়িয়েছে।

    ফরাসি স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, সবশেষ ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ২ লাখ ১৯ হাজার ১২৬ জনের করোনা শনাক্ত হয়।বিজ্ঞাপন

    এ নিয়ে দেশটিতে টানা চতুর্থ দিন দুই লাখের বেশি করোনা রোগী শনাক্ত হলো।

    ফ্রান্সের আগে এক কোটি করোনা রোগী শনাক্তের ক্লাবে যুক্তরাষ্ট্র, ভারত, ব্রাজিল, যুক্তরাজ্য ও রাশিয়া নাম লেখায়।

    যুক্তরাষ্ট্রে শনাক্ত করোনা রোগীর সংখ্যা ৫ কোটি ৫৮ লাখের বেশি, ভারতে ৩ কোটি ৪৮ লাখের বেশি, ব্রাজিলে শনাক্ত ২ কোটি ২২ লাখের বেশি, যুক্তরাজ্যে শনাক্ত ১ কোটি ৩১ লাখের বেশি এবং রাশিয়ায় শনাক্ত ১ কোটি ৫ লাখের বেশি।

    ফ্রান্সে গত শুক্রবার সর্বোচ্চসংখ্যক করোনা রোগী শনাক্ত হয়। এই সংখ্যা ২ লাখ ৩২ হাজার ২০০। দেশটিতে সবশেষ ২৪ ঘণ্টায় শনাক্ত হয় দ্বিতীয় সর্বোচ্চসংখ্যক করোনা রোগী।

    ফ্রান্সের করোনা পরিস্থিতি সম্পর্কে দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ সতর্ক করেন বলেন, আগামী কয়েক সপ্তাহ কঠিন হবে।

    ফ্রান্সে ইতিমধ্যে ঘোষণা করা বিধিনিষেধের চেয়ে আরও বেশি বিধিনিষেধের প্রয়োজনের কথা নববর্ষের প্রাক্কালে দেওয়া ভাষণে উল্লেখ করেননি মাখোঁ।

    Also Check :  অমিক্রন সত্ত্বেও ২০২২ সাল নিয়ে মানুষ আশাবাদী

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    x