Skip to content

গাজায় আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল

    ফিলিস্তিনের গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের অবস্থান লক্ষ্য করে গতকাল শনিবার রাতে এ হামলা চালানো হয়। ওই দিনই সকালে গাজার দিক থেকে দুটি রকেট ছোড়া হয়েছিল; যা ভূমধ্যসাগরে তেল আবিবের উপকূলে গিয়ে পড়ে।বিজ্ঞাপন

    ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী সংক্ষিপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান হামলা চালানোর কথা নিশ্চিত করেছে। তবে ওই রকেট নিজেরা ছুড়েছিল কি না, তা হামাসের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।

    ফিলিস্তিনের একটি সূত্র জানিয়েছে, দক্ষিণ গাজার খান ইউনুস এলাকায় হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেডকে লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী ওই বিমান হামলা চালায়। একই সময় উত্তর গাজায় হামাসের একটি পর্যবেক্ষণ ঘাঁটিতে কামানের গোলা ছোড়া হয়। এসব হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

    এক টুইট বার্তায় ইসরায়েলি বাহিনী বলেছে, মূলত হামাসের একটি রকেট তৈরির স্থাপনায় তারা ওই বিমান হামলা চালিয়েছে।

    ২০০৭ সালে গাজার শাসনক্ষমতায় আসে হামাস। এরপর থেকে এ উপত্যকায় অবরোধ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গত বছরের মে মাসে দুপক্ষের মধ্যে টানা ১১ দিন যুদ্ধ চলে। এতে ফিলিস্তিনে আড়াই শতাধিক ও ইসরায়েলে ১২ জনের মতো প্রাণ হারায়। ওই সংঘাতের পর যুদ্ধবিরতিতে সম্মত হলেও এখনো মাঝেমধ্যেই দুপক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হচ্ছে।

    Also Check :  অমিক্রন এখনো দ্রুত ছড়াচ্ছে

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    x