Skip to content

অর্থ ও মাদকে ‘ক্রিসমাস ট্রি’ সাজিয়ে এখন ফাঁসতে হচ্ছে

    বড়দিনে রংবেরঙের ক্রিসমাস ট্রি সাজান খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষজন। তবে এ জন্য জেল খাটতে হবে, এমনটা হয়তো ঘুণাক্ষরেও ভাবেননি কেউ। তবে এ ঘটনাই ঘটেছে যুক্তরাজ্যে। বড়দিন উপলক্ষে ক্রিসমাস ট্রি সাজিয়েছিলেন মারভিন পোরসেলি নামের দেশটির এক ব্যক্তি। এখন সেই ক্রিসমাস ট্রির ছবি তাঁর বিরুদ্ধে অপরাধ প্রমাণে ব্যবহৃত হচ্ছে।

    তবে যেনতেনভাবে ক্রিসমাস ট্রি সাজাননি মারভিন। তাঁর সাজানো ক্রিসমাস ট্রিতে ছিল অর্থ আর মাদকের ছোট ছোট প্যাকেট। পরে সেটির ছবি নিজের মুঠোফোনে তুলে রাখেন তিনি। এখন শ্রীঘরে রয়েছেন মারভিন। মাদকের মামলায় তাঁর বিরুদ্ধে এখন ক্রিসমাস ট্রির ওই ছবি প্রমাণ হিসেবে তুলে ধরা হচ্ছে।বিজ্ঞাপন

    ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির একটি প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যের উত্তর-পশ্চিমাঞ্চলের মারসেসাইড শহরে মারভিনের বাড়ি। শহরটির পুলিশ টুইটে জানিয়েছে, মারভিন পেশায় একজন মাদক সরবরাহকারী। ‘অপারেশন ওভারবোর্ড’ নামের বৃহত্তর একটি ধরপাকড়ের আওতায় তাঁকে আটক করা হয়েছে।

    জিজ্ঞাসাবাদে মাদক পাচার ও এই ব্যবসার সঙ্গে জড়িত চক্রের বিষয়ে মারভিনের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে বলে আশা যুক্তরাজ্যের পুলিশের। টুইটে অর্থ ও মাদকের ছোট প্যাকেট দিয়ে সাজানো ক্রিসমাস ট্রির একটি ছবি যুক্ত করে দিয়েছে পুলিশ।

    Also Check :  রোহিঙ্গা গণহত্যার জন্য ফেসবুককে দায়ী করা যাবে কি

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    x